Friday, March 29, 2024

সাতক্ষীরায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ দ্বিতীয় দিনের খেলায় ব্রহ্মরাজপুর ইউনিয়নের জয়লাভ

Must read

 

মাহফিজুল ইসলাম আককাজ : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণিল জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের আলিপুর পূষ্পকাটি ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ সেপ্টেম্বর ২০২২ রোজ সোমবার বিকাল ৩টায় সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের পূষ্পকাটি ফুটবল মাঠে আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলার উদ্বোধনী বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এমপি রবি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ স.ম কাইয়ুম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমন্বয়কারি বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারহা দীবা খান সাথী, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমুন হোসেন, মীর হাবিবুর রহমান বিটু. মানস সোম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, শিক্ষক কামাল হোসেন, মো. আজিবুর রহমান আলিম, শাহিনুর রহমান সাদ্দাম, খোকন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর শাহিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান প্রমুখ। এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর দ্বিতীয় দিনের খেলায় অংশ নেয় আলিপুর ইউনিয়ন দল বনাম ব্রহ্মরাজপুর ইউনিয়ন দল। প্রথমার্ধের খেলায় আলিপুর ইউনিয়ন দল ৩টি গোল করে এবং দ্বিতীয়ার্ধের খেলায় আরো ৩টি গোল করে আলিপুর ইউনিয়ন দল। ফলে ৭-০ গোলে ব্রহ্মরাজপুর ইউনিয়ন দলকে পরাজিত করে আলিপুর ইউনিয়ন দল দ্বিতীয় দিনের খেলায় ৭-০ গোলে জয়লাভ করে। খেলা পরিচালনা করে রেফারী শাম্মু, সহকারি রেফারী ছিলেন আব্দুল গফ্ফার ও এ.কে আজাদ কানন। দুপুর ২টার আগেই আলিপুর পূষ্পকাটি ফুটবল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। হাজার হাজার দর্শক দ্বিতীয় দিনের খেলাটি উপভোগ করে। মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা ফুটবল মাঠে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় অংশ নেবে ঝাউডাঙ্গা ইউনিয়ন দল বনাম বল্লী ইউনিয়ন দল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article