Wednesday, April 24, 2024

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’র জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

Must read

 

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ জেলা পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর ২০২২ রোজ মঙ্গলবার সকাল ৯ঃ০০ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবসহ তাঁর পরিবারের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুকে রাজনৈতিক জীবনে বিভিন্ন উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু বিশ্বের মধ্যে একজন জননন্দিত নেতা বলেই জাতিসংঘ বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধী দিয়েছেন। তার সুযোগ্য কন্যা নিরলসভাবে পরিশ্রম করে বাঙালীর ভাগ্যোন্নয়ন করে জননেত্রী শেখ হাসিনা বাঙালী জাতিকে গৌরাবান্বিত করেছেন। তিনি আরো বলেন, ফুটবলে আমাদের দেশের মেয়েরা নেপালকে হারিয়ে দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা পারে। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে দেশের মহিলা ফুটবল দল ও সংশ্লিষ্টদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। মনে প্রাণে দেশও প্রেম থাকলে দেশ আরো উন্নতির শিখড়ে পৌছাবে। সেই সাথে সন্ত্রাস, জঙ্গি, মাদক ও বাল্যবিবাহ মুক্ত দেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানালেন এমপি রবি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, পিটিআই সুপার এস.এম রাউফার রহিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো আবুল গনি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ। জেলা পর্যায়ের উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নেয় সদর উপজেলা বনাম কলারোয়া উপজেলা এবং বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে অংশ নেয় সাতক্ষীরা সদর উপজেলা বনাম কলারোয়া উপজেলা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সারাদেশে ৭৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও জেলা ৭টি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article