Saturday, May 18, 2024

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

Must read

 

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় অনাদি সরকার (৪০) নামের এক প্রাইমারি স্কুল শিক্ষক মারা গেছেন। তিনি জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের হরিদাস সরকারের ছেলে। আজ ২০ সেপ্টেম্বর ২০২২ রোজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনা ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, পাইকগাছার রাড়ুলি এলাকার হরিদাস সরকারের ছেলে স্কুল শিক্ষক অনাদি সরকার মোটর-সাইকেল (যার নং খুলনা হ ১১-৬৮৬৮) যোগে খুলনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা নামক স্থানে তিনি দুর্ঘটনার শিকার হন। প্রাথমিক ভাবে জানা গেছে, শ্যালো মেশিন চালিত একটি আলম সাধু’র ধাক্কায় মোটর সাইকেলসহ তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। আর এতেই তিনি প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা সরদার শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি একটি মরদেহ রাস্তার ওপর পড়ে আছে। পাশে একটি মোটর সাইকেলও ফেলানো আছে। প্রাথমিক ভাবে জানতে পেরেছি, একটি আলম সাধু’র সাথে ধাক্কায় এ দুর্ঘটনাটি হয়েছে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। একই সাথে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article