Saturday, May 18, 2024

সাতক্ষীরায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের নব-নির্মিত ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

Must read

 

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের ৪র্থ তলা ভিত বিশিষ্ট নব-নির্মিত ১তলা প্রশাসনিক ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১২ নভেম্বর ২০২২ রোজ শনিবার বেলা ১১টায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের আয়োজনে নব-নির্মিত ভবনের হলরুমে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক জ্যোতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত ভবন ও ল্যাবের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ভালুকা চাঁদপুর মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা মুহাসিনুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের উপাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, নির্মাণ কাজের ঠিকাদার মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। রাজস্ব খাতের (কোর্ড নং-৭০১৬) আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ৪র্থ তলা ভিত বিশিষ্ট নব-নির্মিত ১তলা প্রশাসনিক ভবন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার বাস্তবায়ণে নির্মাণ করা হয়েছে। অপরদিকে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর তথ্য ও যোগাযোগ বিভাগের আওতায় এ ল্যাবের উদ্বোধন করা হয়। এছাড়াও কলেজ ক্যাম্পাসে নব-নির্মিত বাংলাদেশের মানচিত্র সম্বলিত নান্দনিক ও দৃষ্টিনন্দন পতাকা স্টান্ড জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। এসময় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষক, কলেজ গর্ভণিং বর্ডির সদস্য ও শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক বাসুদেব সিংহ।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article