Saturday, May 18, 2024

স্ব-নির্ভর হতে কৃষিকাজের বিকল্প নেই-সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি

Must read

 

সুজিত মল্লিক, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন- বর্তমান বিশ্বে খাদ্য নিয়ে সংকট সৃষ্টি হচ্ছে। যা নিয়ে অধিক ধনী দেশও আজ চিন্তিত। সেক্ষেত্রে আমাদের দেশেও তার প্রভাব পড়তে শুরু করেছে। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন-এক টুকরো জমিও যেন পড়ে না থাকে। আমাদের সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। ফলে আর বসে থাকা বা অবহেলা করার সুযোগ নেই। দেশের মানুষ হিসেবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তথা আমাদের পরিবারের জন্য খাদ্যশস্য উৎপাদন করতে হবে। বিশেষ করে ধান, গম, ভুট্টা, আলু ,পিয়াজ, রসুন, হলুদ, আদা, সরিসা, সুর্যমুখী, বিভিন্ন জাতের ডাল ও সজ্বি আমাদের উৎপাদন করতে হবে। তা না হলে এ ধরনের পণ্য কিনে খাওয়া সম্ভব হবে না। কারণ মানুষের কাছে টাকা থাকবে না। আবার টাকা থাকলেও পন্য পাওয়া যাবে না। তাই আমাদের সবাইকে কৃষি কাজের সাথে সম্পৃক্ত হতে হবে। যার সংসারে যে খাদ্য দরকার তা উৎপাদন করে খেতে হবে। তাহলেই দেখা যাবে, পৃথিবী জুড়ে যতই অভাব সৃষ্টি হোক অন্ততঃ আমরা না খেয়ে মরবো না। আমাদের ডুমুরিয়া উপজেলায় অনেক কৃষক তার জমি ফেলে রাখেন। সেখানে আর ফেলে রাখা যাবে না। কৃষিকাজের সাথে সম্পৃক্ত শ্রমিকদের সঙ্গে নিয়ে ওই জমি কাজে লাগাতে হবে। কৃষি মৌসুম অনুযায়ী সেখানে চাষাবাদ করতে হবে। দেখা যাচ্ছে, বর্ষার সময় ঘেরের ভেঁড়িতে লাউ, কুমড়া, তরমুজ, ঝিংগা লাগাতে হবে। আবার এখনকার সময়ে ওই একই ভেঁড়িতে, টমেটো, কপি ও শীতকালীন সজ্বি চাষ করতে হবে। আজ ১৬ নভেম্বর ২০২২ রোজ বুধবার সকালে ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন। উপ-সহকারি কৃষি অফিসার (উদ্ভিদ) পরানজয় মন্ডলের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান শারমিনা ফারভীন রুমা, রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদ, উপ-সহকারি কৃষি অফিসার তুষার কান্তি বিশ্বাস, কৃষক আবু হানিফ মোড়ল প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোওয়াত করেন উপসহকারি কৃষি অফিসার মোঃ রেজাউল ইসলাম ও গীতা পাঠে ছিলেন উপসহকারি কৃষি অফিসার করুণা রানী মন্ডল। জানা গেছে, চলতি মৌসুমে উপজেলা ব্যাপি প্রনোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে এ সার বীজ বিতরণ করা হয়।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article