Saturday, May 18, 2024

আশাশুনির বসুখালি বাজারে ইউআরএস রাস্তার নির্মাণ কাজ প্রাথমিক কার্যক্রম শুরু

Must read

 

এমএম সাহেব আলী, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনির বসুখালি বাজার টু কামালকাটি ইউআরএস কার্পেটিং রাস্তার নির্মাণ কাজ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। আজ ১৫ নভেম্বর ২০২২ রোজ মঙ্গলবার বেলা ১১টায় শোভনালী ইউনিয়নের বসুখালি বাজার হইতে কামালকাটি ২.৫ কিঃ মিঃ রাস্তা আম্ফান প্রকল্পের আওতায় ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ জরাজীর্ণ মাটি সড়কটি কার্পেটিং-এ রুপান্তরের লক্ষে প্রাথমিক পর্যায়ে মাটির কাজ ও রাস্তা কার্পেটিং এর কাজের মাপজরিপ ও ব্যয় বরাদ্ধ চাহিদা তৈরীর কাজ করেন উপজেলা প্রকৌশলী অফিস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, উপজেলা এলজিইডি কর্মকর্তা নাজিমুল হক, উপজেলা সহকারী প্রকৌশলী মু. রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, হাতেম আলী, আবু ইউসুফ, কার্যসহকারী আহসান শৈকত শামিল, সুপারভাইজার জুলফিকার আলী, ইউপি সদস্য আব্দুল গাফফার, মোজাম্মেল হক প্রমূখ। উপস্থিত স্থানীয়রা দু’গ্রামে একমাত্র কাঁচা সংযোগ সড়কটি কার্পেটিং-এ রুপান্তরিত হওয়ার ব্যাপারে প্রাথমিক কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এলাকাবাসির দাবীর মুখে শুম্ভুজিৎ মন্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি মহোদয়ের নির্দেশনায় শোভনালীর জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি কার্পেটিং-এ রুপান্তরিত হয়ে শেষ হলে মানুষের জনদূর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে সচেতন ভূক্তভোগী এলাকাবাসি জানান।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article