Saturday, May 18, 2024

“তেরখাদাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ অনুষ্ঠিত”

Must read

 

তেরখাদা (খুলনা) প্রতিনিধি : দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি। প্রতিপাদ্যকে সামনে রেখে তেরখাদায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ নভেম্বর ২০২২ রোজ মঙ্গলবার তেরখাদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কার্যালয়ে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিস এর পতাকা উত্তোলন,শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করা, এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল দশটায় অনুষ্ঠানের প্রধান অতিথি তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, তেরখাদা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দেবাশীষ রায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোশারফ হোসেন জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ফায়ার সার্ভিস এর পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর শাšিতর প্রতীক পায়রা অবমুক্ত করেন।
পরবর্তীতে উক্ত কার্যালযয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারাফত হোসেন মুক্তি, তেরখাদা থানার অফিসার ইনচার্জ তদšত দেবাশীষ রায়, তেরখাদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ সিফাত।
এছাড়াও অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল কুমার বিশ্বাস, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোল্যা সেলিম আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক স্বাধীন বাংলা ও দৈনিক কালান্তরের তেরখাদা প্রতিনিধি মেহেদী হাসান রনি উৎসহ আরো অনেকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোশারেফ হোসেন।

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article